কিস্তিতে ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত

কিস্তিতে পণ্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১।  গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
২।  গ্রাহকের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।
৩।  জামিনদারের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৪।  জামিনদারের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।

শর্ত সমুহঃ

* আপনি যে প্রারম্ভিক নগদ টাকা জমা দিবেন তা আপনার ক্রয়কৃত পণ্যের কিস্তি মূল্য থেকে বিয়োগ করে যে টাকা থাকবে সে টাকাকে মাসিক হলে ৬টি কিস্তিতে ভাগ  অথবা সাপ্তাহিক হলে ২৪ কিস্তিতে ভাগ করে কিস্তি নির্ধারণ করা হবে।

১। কোন পণ্য কিস্তিতে ক্রয় করতে চাইলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রসহ শো-রুমে আসতে হবে।
২। কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য আলোচলা সাপেক্ষে  *কিস্তিমূল্য নির্ধারণ করে দেওয়া হবে।
৩। প্রতিনিয়ত পণ্যের মূল্য হ্রাস-বৃদ্ধি হয়।
৪। পণ্য অর্ডারের পূর্বে ফোন করে মূল্য সম্পর্কে নিশ্চিত হোন।
৫। কোন অবস্থাতেই বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়না।
৬। কিস্তি চলাকালীন সময়ে কিস্তিতে ক্রয় করা পণ্য গ্রাহক বিক্রি করতে পারবে না। কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত পণ্যটির মালিকানা থাকবে আলিফ ইলেকট্রনিক্স এর। 
৭। কিস্তি পরিশোধ সাপেক্ষে পণ্যর মূল্য পরিশোধের / ক্যাশ ম্যামো প্রদান করা হবে।
৮। যে সকল পণ্যের ওয়ারেন্টি আছে সে সকল পণ্য কোম্পানীর নির্দেশিত সার্ভিস সেন্টারে সার্ভিস করতে হবে। অন্যথায় ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
৯। কোম্পানীর দেওয়া ওয়ারেন্টিই চুড়ান্ত বলে বিবেচ্য হবে। 
১০। কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ‘ কিস্তিতে পণ্য ক্রয়ের জন্য আবেদন ‘ ফরমে চুক্তিবদ্ধ হতে হবে।